মানবতার পথচলায় ৫ বছর: খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশনের কম্বল বিতরণ
- আপডেট: ১২:৩৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।। মানবতার আলো ছড়িয়ে পাহাড়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারে টানা পাঁচ বছর ধরে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশন’।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন ইতোমধ্যেই শিক্ষা সহায়তা, বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে।
ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) গুইমারা, হাফছড়ি ও তৈমাতাই মৌজার বিভিন্ন এলাকায় মোট ৮০০ শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়। গুইমারা ইউনিয়নের আরবাড়ী পাড়া, ছনখলা পাড়া, মাইরুং পাড়া, ধলিয়া পাড়া, পূর্ণবাসন, জড়িচন্দ্র পাড়া, দুই রাবার বাগান এলাকা ও গাইভিংসা পাড়াসহ একাধিক গ্রামে উষ্ণতার এই উপহার পৌঁছে দেওয়া হয়। তৈমাতাই মৌজার চৌক পাড়া, নৌয়া পাড়া, খাগড়া পাড়া, ক্যামরুং পাড়া ও কলা পাড়াতেও শীতবস্ত্র বিতরণ করা হয়। হাফছড়ি ইউনিয়নের রামসুবাজার এলাকায় একাই কম্বল পায় ১৩০টি পরিবার।
ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন,“মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানবতার এই যাত্রাকে আরও দীর্ঘ করতে ফাউন্ডেশন মানুষের কল্যাণেই কাজ করে যাবে।”
শীতবস্ত্র হাতে পেয়ে পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। শীতের মাঝেই উষ্ণতার ছোঁয়া পৌঁছে দেওয়ার এ উদ্যোগ মানবসেবায় ফাউন্ডেশনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঁচ বছরে ধারাবাহিক এ সেবামূলক কার্যক্রম স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। ফাউন্ডেশন জানায়-মানবতার আলো আরও দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়াই তাদের ভবিষ্যৎ অঙ্গীকার।





















