১১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়িতে সাংবাদিকদের তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ২৩

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
ডিজিটাল যুগের নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে সফলভাবে শেষ হয়েছে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা।

খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে ২৯ নভেম্বর (শনিবার) থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর (সোমবার) বিকেলে আলোচনা সভা ও সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন,“ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে সাংবাদিকদের নিজেদের নিয়মিতভাবে আপডেট থাকতে হবে। পেশাদারিত্ব বজায় রেখে সত্য, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল শক্তি। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের আরও আত্মবিশ্বাসী করবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

প্রশিক্ষণ পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন। তিনি বলেন,
“ডিজিটাল মিডিয়া এখন সংবাদপাঠকের প্রধান ভরসা। তাই সাংবাদিকদের নতুন প্রযুক্তি, কনটেন্ট ক্রিয়েশন, মোবাইল জার্নালিজম ও অনলাইন নিউজরুম ব্যবস্থাপনা জানতে হবে। দক্ষতা যত বাড়বে, তত উন্নত হবে সংবাদ—ততই আস্থা পাবে পাঠক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ প্রশিক্ষণার্থীরা।

তিনদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা ডিজিটাল রিপোর্টিং, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, অনলাইন নিরাপত্তা, গ্রাফিক্স ব্যবহার, ফ্যাক্ট-চেকিংসহ আধুনিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। সার্বিক উৎসাহ-উদ্দীপনায় সমৃদ্ধ এ কর্মশালা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে সাংবাদিকদের তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ

আপডেট: ১০:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
ডিজিটাল যুগের নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে সফলভাবে শেষ হয়েছে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা।

খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে ২৯ নভেম্বর (শনিবার) থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর (সোমবার) বিকেলে আলোচনা সভা ও সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন,“ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে সাংবাদিকদের নিজেদের নিয়মিতভাবে আপডেট থাকতে হবে। পেশাদারিত্ব বজায় রেখে সত্য, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল শক্তি। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের আরও আত্মবিশ্বাসী করবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

প্রশিক্ষণ পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন। তিনি বলেন,
“ডিজিটাল মিডিয়া এখন সংবাদপাঠকের প্রধান ভরসা। তাই সাংবাদিকদের নতুন প্রযুক্তি, কনটেন্ট ক্রিয়েশন, মোবাইল জার্নালিজম ও অনলাইন নিউজরুম ব্যবস্থাপনা জানতে হবে। দক্ষতা যত বাড়বে, তত উন্নত হবে সংবাদ—ততই আস্থা পাবে পাঠক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ প্রশিক্ষণার্থীরা।

তিনদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা ডিজিটাল রিপোর্টিং, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, অনলাইন নিরাপত্তা, গ্রাফিক্স ব্যবহার, ফ্যাক্ট-চেকিংসহ আধুনিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। সার্বিক উৎসাহ-উদ্দীপনায় সমৃদ্ধ এ কর্মশালা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।