০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আওয়ামী লীগ-এরশাদের প্রতিশোধের রাজনীতি নয়, ‘উদারতার রাজনীতি’ করবে বিএনপি : ওয়াদুদ ভূইয়ার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৬৭

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি॥
“আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করেছে, এরশাদ প্রতিশোধের রাজনীতি করেছে-কিন্তু আমরা করতে চাই উদারতার ও সহাবস্থানের রাজনীতি। বিএনপি ক্ষমতায় এলেও কোনো প্রতিশোধমূলক রাজনীতি করবে না।”
খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সভায় এসব মন্তব্য করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, “সবাই যদি প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হয়, তাহলে দেশ এগোবে না, এলাকার উন্নয়নও হবে না,মানুষও ভালো থাকবে না। তাই বিএনপি ক্ষমতায় গিয়ে প্রতিশোধ নয়, বরং শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবে।”

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন”-এই শ্লোগান সামনে রেখে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের হাতে বিএনপি নেতাকর্মীরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। “কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র–জনতার আন্দোলনের মুখে সেই সরকারের পতন ঘটে এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরও পিছন থেকে নির্বাচন বানচালের অপচেষ্টা অব্যাহত রয়েছে,”-মন্তব্য করেন ওয়াদুদ ভূইয়া।

এসময় তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোট কাটাকাটি ও ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তিনি এসব “মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকার” আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন:জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবার, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি ও সাবেক মেয়র (মাটিরাঙ্গা) আবু ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, এছাড়া জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আওয়ামী লীগ-এরশাদের প্রতিশোধের রাজনীতি নয়, ‘উদারতার রাজনীতি’ করবে বিএনপি : ওয়াদুদ ভূইয়ার

আপডেট: ১১:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি॥
“আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করেছে, এরশাদ প্রতিশোধের রাজনীতি করেছে-কিন্তু আমরা করতে চাই উদারতার ও সহাবস্থানের রাজনীতি। বিএনপি ক্ষমতায় এলেও কোনো প্রতিশোধমূলক রাজনীতি করবে না।”
খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সভায় এসব মন্তব্য করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, “সবাই যদি প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হয়, তাহলে দেশ এগোবে না, এলাকার উন্নয়নও হবে না,মানুষও ভালো থাকবে না। তাই বিএনপি ক্ষমতায় গিয়ে প্রতিশোধ নয়, বরং শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবে।”

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন”-এই শ্লোগান সামনে রেখে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের হাতে বিএনপি নেতাকর্মীরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। “কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র–জনতার আন্দোলনের মুখে সেই সরকারের পতন ঘটে এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরও পিছন থেকে নির্বাচন বানচালের অপচেষ্টা অব্যাহত রয়েছে,”-মন্তব্য করেন ওয়াদুদ ভূইয়া।

এসময় তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোট কাটাকাটি ও ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তিনি এসব “মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকার” আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন:জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবার, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি ও সাবেক মেয়র (মাটিরাঙ্গা) আবু ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, এছাড়া জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।