খুলনা জেলা প্রতিনিধি: আধিপত্য বিস্তারের দ্বন্দে জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ইউপি সদস্য সৈয়দ ফারুক হোসেন (৪০)কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

এসময় ধারালো অস্ত্রের আঘাতে আরও চার জন গুরুতর জখম হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সৈয়দ ফারুক হোসেন মধুপুর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও মধুপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

বৃৃহস্পতিবার সন্ধ্যায় তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সীমান্তবর্তী কোলা বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, তেরখাদা ও দিঘলিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাড়ি কোলা বাজারের কাছেই তেরখাদা উপজেলার উত্তর কোলা গ্রামে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা করে। এসময় সৈয়াদ ফারুক হোসেনসহ ৫ জনকে কুপিয়ে জখক করা হয়। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেনকে মৃত ঘোষনা করেন। আহতরা হলেন নিহতের পিতা সৈয়াদ গাউস আলী (৭০), নুরু মোল্লা (৪০), জসিম মীর (৪০) ও ইলিয়াছ (৫০)। কয়েকদিন আগেও এই গ্রামে হামলা ভাংচুরের ঘটনা ঘটে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) জি এম এমদাদুল হক জানান, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। তবে হত্যাকান্ডের ঘটনাস্থল দিঘলিয়া উপজেলার মধ্যে। এদিকে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা শুনে হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারকে শান্তনা দেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, তেরখাদা উপজেলা বিএনপি সদস্য সচিব এফ এম হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফারুক হোসেনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।