গাংনীর আলোচিত ভিডিও কান্ডে সেই প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে লিখিত অভিযোগ
- আপডেট: ১২:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ৫৭

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের স্থায়ী বহিষ্কার ও আলোচিত ভিডিও কান্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসী।
বুধবার দুপুরে হাড়াভাঙ্গা এইস বি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ ও দশম শ্রেনির এক ছাত্রীর অনৈতিক ও অশোভন আচরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা শুধু বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করেনি, বরং সকল শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগনের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি করেছে।
অভিযোগে বলা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা মানসিকভাবে আতঙ্কিত ও বিব্রতবোধ করছে। তাই ঘটনার সুষ্ঠ তদন্ত না হলে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখিন হবে। এ কারনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণপূর্বক অবিলম্বে স্থায়ী বহিষ্কার করার জন্য অনুরোধ করে শিক্ষার্থী ও গ্রামবাসী।
এ ব্যাপারে জানতে হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে দশম শ্রেণীর ঐ ছাত্রী জানান, এ ব্যাপারে এখন কোন কথা বলতে চাচ্ছি না।যদি প্রয়োজন হয় তাহলে তাহলে জানাবো।
তবে ওই ছাত্রীর আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, প্রধান শিক্ষক রাজু ও তার সহযোগীদের চাপের মুখে ওই শিক্ষার্থীর মুখ খুলতে পারছেন না। এছাড়া নানাভাবে ভয়-ভীতি ও হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে আলোচিত ভিডিও কন্ডে প্রধান শিক্ষক রাজু এই ঘটনার ধামাচাপা দিতে ও শিক্ষার্থীর পরিবারকে ম্যানেজ করতে দৌড়ঝাপ শুরু করেছেন। অর্থবিত্ত আর ক্ষমতার দাপটে শিক্ষার্থীর পরিবার অনেকটাই অসহায় হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিতে যাওয়া জাহাঙ্গীর আলম বলেন, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ দিয়েছি।আমাদের সাথে শিক্ষার্থীরাও ছিল। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।





















