০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বেনাপোলে নবজাতক উদ্ধার, মানবিকতায় দৃষ্টান্ত প্রশাসন ও এলাকাবাসী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৪০

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হাকর নদীর পাড় থেকে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার কিছু মানুষ নদীর পাড়ে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে গাজীপুর গ্রামের আলী হোসেন কালু নামের এক ব্যক্তি ও তার পরিবার সাহসিকতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। খবর পেয়ে বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশুটির খোঁজ-খবর নেন।

ইউএনও ডা. কাজী নাজিব হাসান বলেন, “নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসকের তত্ত্বাবধানে সুস্থ আছে। আপাতত প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকারী পরিবারের কাছেই শিশুটি রয়েছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মানিক কুমার সাহা জানান, নবজাতকটিকে উদ্ধারকারী বেনাপোল পৌর এলাকার গাজীপুর গ্রামের আলী হোসেন কালু (৪৮), থানায় হাজির হয়ে ঘটনার বিবরণ দেন।

এসআই মানিক কুমার সাহা জানান, বুধবার সকাল ৭টার দিকে আলী হোসেন তার বসতবাড়ির পাশে বাঁশবাগান থেকে শিশুর কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখতে পান, এক মানসিক প্রতিবন্ধী (পাগলী) নারী শুয়ে আছেন এবং তার পাশে নবজাতকটি পড়ে আছে।

স্থানীয় নারীরা দ্রুত এগিয়ে এসে বস্ত্রহীন ওই নারীর গায়ে কাপড় পরিয়ে শিশুর নাড়ি কেটে দেয়। পরে ওই নারী নবজাতকটিকে ফেলে অজ্ঞাতস্থানে চলে যান। বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শিশুটিকে বর্তমানে আলী হোসেনের পরিবারেই লালন-পালন করা হচ্ছে।

মানবিক এ উদ্যোগে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের ভূমিকাও প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে নবজাতক উদ্ধার, মানবিকতায় দৃষ্টান্ত প্রশাসন ও এলাকাবাসী

আপডেট: ০৪:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হাকর নদীর পাড় থেকে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার কিছু মানুষ নদীর পাড়ে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে গাজীপুর গ্রামের আলী হোসেন কালু নামের এক ব্যক্তি ও তার পরিবার সাহসিকতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। খবর পেয়ে বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশুটির খোঁজ-খবর নেন।

ইউএনও ডা. কাজী নাজিব হাসান বলেন, “নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসকের তত্ত্বাবধানে সুস্থ আছে। আপাতত প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকারী পরিবারের কাছেই শিশুটি রয়েছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মানিক কুমার সাহা জানান, নবজাতকটিকে উদ্ধারকারী বেনাপোল পৌর এলাকার গাজীপুর গ্রামের আলী হোসেন কালু (৪৮), থানায় হাজির হয়ে ঘটনার বিবরণ দেন।

এসআই মানিক কুমার সাহা জানান, বুধবার সকাল ৭টার দিকে আলী হোসেন তার বসতবাড়ির পাশে বাঁশবাগান থেকে শিশুর কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখতে পান, এক মানসিক প্রতিবন্ধী (পাগলী) নারী শুয়ে আছেন এবং তার পাশে নবজাতকটি পড়ে আছে।

স্থানীয় নারীরা দ্রুত এগিয়ে এসে বস্ত্রহীন ওই নারীর গায়ে কাপড় পরিয়ে শিশুর নাড়ি কেটে দেয়। পরে ওই নারী নবজাতকটিকে ফেলে অজ্ঞাতস্থানে চলে যান। বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শিশুটিকে বর্তমানে আলী হোসেনের পরিবারেই লালন-পালন করা হচ্ছে।

মানবিক এ উদ্যোগে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের ভূমিকাও প্রশংসিত হয়েছে।