বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ এক আসামি আটক
- আপডেট: ১১:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৪২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল রঘুনাথপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ি, থ্রি-পিস, কম্বল, শাল-চাদর ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা বলে জানা গেছে।
এ সময় যশোরের বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের মুসা আলীর ছেলে ছদর আলী (৩৭)-কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন অভিযান বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় সক্রিয় পাচারচক্রকে চিহ্নিত ও আইনের আওতায় আনতে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং আইন অনুযায়ী তা ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালানী মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।





















