০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শান্তনা ১২ বছর পর দেশে ফিরে স্বজনদের কাছে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ৩৪

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রায় ১২ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন শান্তনা নামে এক বাংলাদেশী নারী।

মঙ্গলবার (১১ই নভেম্বর) সাড়ে ১১টার দিকে দুই দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। এই সময় দুই দেশের সীমান্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শান্তনা মানসিকভাবে অসুস্থ। তিনি আজ থেকে প্রায় ১১ বছর আগে খোঁজহীন হয়ে পড়েছিলেন। দীর্ঘদিন তিনি ভারতের কানপুরের একটি আশ্রয়কেন্দ্রে ছিলেন। শান্তনার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাস্তিপুর গ্রামে। তার বিয়ে হয়েছিল ২০০০ সালে, স্বামী সেকেন্দার আলী মুহুরি পেশায় কর্মরত ছিলেন। তাদের চার সন্তান রয়েছে।

শান্তনার খোঁজ ১৭ই জুলাই ২০২৪ খ্রিঃ পাওয়া যায় পশ্চিমবঙ্গের বেসরকারি সংস্থা “ঈশ্বর সংকল্প” এর সমন্বয়ক তপন প্রধানের মাধ্যমে। বাংলাদেশী সংবাদকর্মী ও ফটো সাংবাদিক শামসুল হুদা দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে শান্তনাকে তার স্বজনদের কাছে পৌঁছে দেন। হুদা ইতিমধ্যে অনেক নিখোঁজ মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

শান্তনার দেশে প্রত্যাবর্তন তার পরিবারসহ এলাকার মানুষের জন্য আনন্দের সংবাদ হিসেবে স্বাগত জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

শান্তনা ১২ বছর পর দেশে ফিরে স্বজনদের কাছে

আপডেট: ০৬:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রায় ১২ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন শান্তনা নামে এক বাংলাদেশী নারী।

মঙ্গলবার (১১ই নভেম্বর) সাড়ে ১১টার দিকে দুই দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। এই সময় দুই দেশের সীমান্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শান্তনা মানসিকভাবে অসুস্থ। তিনি আজ থেকে প্রায় ১১ বছর আগে খোঁজহীন হয়ে পড়েছিলেন। দীর্ঘদিন তিনি ভারতের কানপুরের একটি আশ্রয়কেন্দ্রে ছিলেন। শান্তনার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাস্তিপুর গ্রামে। তার বিয়ে হয়েছিল ২০০০ সালে, স্বামী সেকেন্দার আলী মুহুরি পেশায় কর্মরত ছিলেন। তাদের চার সন্তান রয়েছে।

শান্তনার খোঁজ ১৭ই জুলাই ২০২৪ খ্রিঃ পাওয়া যায় পশ্চিমবঙ্গের বেসরকারি সংস্থা “ঈশ্বর সংকল্প” এর সমন্বয়ক তপন প্রধানের মাধ্যমে। বাংলাদেশী সংবাদকর্মী ও ফটো সাংবাদিক শামসুল হুদা দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে শান্তনাকে তার স্বজনদের কাছে পৌঁছে দেন। হুদা ইতিমধ্যে অনেক নিখোঁজ মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

শান্তনার দেশে প্রত্যাবর্তন তার পরিবারসহ এলাকার মানুষের জন্য আনন্দের সংবাদ হিসেবে স্বাগত জানানো হয়েছে।