শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ জব্দ
- আপডেট: ০৩:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৩৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ভারতীয় WINCEREX সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৮৯ বোতল ভারতীয় নিষিদ্ধ WINCEREX কাশির সিরাপ জব্দ করে।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং আইনানুযায়ী পরবর্তী প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে।





















