যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৭:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল আন্দুলিয়া, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, শাল-চাদর, চকলেট, খাদ্য সামগ্রী, ফুসকা ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ ঊনআশি হাজার চারশত সত্তর টাকা (২,৭৯,৪৭০ টাকা)।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে, যাতে চোরাচালান চক্র সম্পূর্ণভাবে নির্মূল করা যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।




















