শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ
- আপডেট: ০৩:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তের কায়বা বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
সোমবার দিবাগত (৪ নভেম্বর-২০২৫) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
লে. কর্নেল খুরশীদ আনোয়ার আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইন অনুযায়ী তা ধ্বংস করা হবে।





















