১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

শার্শায় দিনব্যাপী পরিদর্শনে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম শার্শা উপজেলা পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২০২৫) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

দিনের শুরুতে জেলা প্রশাসক শার্শা থানা, উপজেলা পরিষদ, বেনাপোল পৌরসভা ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী, সরকারি প্রণোদনা ও শিক্ষা উপকরণ তুলে দেন।

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং ও আইসিটি, কুটির শিল্প এবং কেয়ার গিভার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ এবং সোনানদীয়া বাওড়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নেন তিনি। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম প্রমুখ।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, জেলা প্রশাসকের এ সফরের মাধ্যমে শার্শায় সরকারি কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সাধারণ মানুষের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় দিনব্যাপী পরিদর্শনে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম

আপডেট: ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম শার্শা উপজেলা পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২০২৫) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

দিনের শুরুতে জেলা প্রশাসক শার্শা থানা, উপজেলা পরিষদ, বেনাপোল পৌরসভা ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী, সরকারি প্রণোদনা ও শিক্ষা উপকরণ তুলে দেন।

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং ও আইসিটি, কুটির শিল্প এবং কেয়ার গিভার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ এবং সোনানদীয়া বাওড়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নেন তিনি। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম প্রমুখ।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, জেলা প্রশাসকের এ সফরের মাধ্যমে শার্শায় সরকারি কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সাধারণ মানুষের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।