১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

যশোরে বিজিবি’র হাতে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের চাঁনপাড়া বাজার এলাকা থেকে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২০২৫) সকাল ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, যশোর কোতোয়ালী থানার চাঁনপাড়া বাজারের পাকা রাস্তা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বাসার শেখ (২৩)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। জব্দ করা মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজার মূল্য দাঁড়ায় প্রায় ২৭ লাখ ১০ হাজার ৮২৯ টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, “বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। স্বর্ণসহ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।”

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবি’র হাতে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট: ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের চাঁনপাড়া বাজার এলাকা থেকে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২০২৫) সকাল ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, যশোর কোতোয়ালী থানার চাঁনপাড়া বাজারের পাকা রাস্তা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বাসার শেখ (২৩)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। জব্দ করা মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজার মূল্য দাঁড়ায় প্রায় ২৭ লাখ ১০ হাজার ৮২৯ টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, “বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। স্বর্ণসহ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।”