বাঘারপাড়ায় গঠন করা হয়েছে নারী শান্তি সহায়কদের (ওয়েভ) প্ল্যাটফর্ম
- আপডেট: ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৪

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় নারী শান্তি সহায়ক ওয়েভ প্লাটফর্ম গঠন করা হয়েছে।
বুধবার ২৯ অক্টোবর দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় ও এফসিডিও’র অর্থায়নে বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন” বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিএফজি, ওয়াইপিএজি ও স্থানীয় নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর ও অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ। সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর দিলরুবা পারভিন।
পিএফজি সমন্বয়কারী মো. ইকরামুল কবির মিঠুর সঞ্চালনায় সভাটি পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।
সভায় তিন সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়—সমন্বয়কারী দিলরুবা পারভিন, সহ-সমন্বয়কারী: ময়না রায় ও তামান্না খাতুন।
অংশগ্রহণকারীরা জানান, নবগঠিত এই প্ল্যাটফর্ম নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবে। সভায় প্রশাসনের সহযোগিতায় আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়।




















