০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বেনাপোলে যশোর রাইটসের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে নাটক ও জারি গান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক: মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর রাইটসের উদ্যোগে বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, নাটক ও জারি গান। মঙ্গলবার (২৮ অক্টোবর-২০২৫) বিকাল ৪টায় বেনাপোল ইউনিয়নের গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক। সঞ্চালনা করেন যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের প্রশাসক মো. নাজমুল হোসেন, বেনাপোল পোর্ট থানার এসআই মানিক কুমার সাহা, শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. শহিদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও পাচারকৃত ভিকটিমদের পুনর্বাসন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, যেসব পাচার হওয়া ব্যক্তি উদ্ধার হয়ে ফিরছেন, তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে হবে। সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই মানব পাচার প্রতিরোধকে কার্যকর করতে পারে।

তারা আরও বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে—১৮ বছরের নিচে কোনো ছেলে-মেয়ে যেন অপরিচিত ব্যক্তির প্রলোভনে না পড়ে। পাশাপাশি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে যশোর রাইটসের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে নাটক ও জারি গান

আপডেট: ০৬:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর রাইটসের উদ্যোগে বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, নাটক ও জারি গান। মঙ্গলবার (২৮ অক্টোবর-২০২৫) বিকাল ৪টায় বেনাপোল ইউনিয়নের গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক। সঞ্চালনা করেন যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের প্রশাসক মো. নাজমুল হোসেন, বেনাপোল পোর্ট থানার এসআই মানিক কুমার সাহা, শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. শহিদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও পাচারকৃত ভিকটিমদের পুনর্বাসন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, যেসব পাচার হওয়া ব্যক্তি উদ্ধার হয়ে ফিরছেন, তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে হবে। সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই মানব পাচার প্রতিরোধকে কার্যকর করতে পারে।

তারা আরও বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে—১৮ বছরের নিচে কোনো ছেলে-মেয়ে যেন অপরিচিত ব্যক্তির প্রলোভনে না পড়ে। পাশাপাশি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।