পুটখালী সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩৯ বোতল ভারতীয় সিরাপ ও ব্যাটারিচালিত ভ্যান জব্দ
- আপডেট: ০১:১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৯ বোতল ভারতীয় ‘WINCEREX’ সিরাপ ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
সোমবার (২৭ অক্টোবর-২০২৫) পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও যানটি জব্দ করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবির নিয়মিত আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইনানুযায়ী ধ্বংস করা হবে।




















