যশোরে ডিবি’র অভিযানে বার্মিজ চাকুসহ তিন কিশোর গ্যাং সদস্য আটক
- আপডেট: ১১:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বার্মিজ টিপ চাকুসহ তিন যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা স্থানীয় একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর-২০২৫) বিকেল পৌনে ৩টার দিকে কোতয়ালী থানার উত্তর আরবপুর পাওয়ার হাউজপাড়া রংধনু গলীর পশ্চিম প্রান্ত থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ আবু হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে পালবাড়ি মোড় এলাকায় অভিযানে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারেন, কয়েকজন যুবক হাতে চাকু নিয়ে ছিনতাই ও মারামারির প্রস্তুতি নিচ্ছে। খবরের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তিনি অভিযান পরিচালনা করেন।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তিনজনকে আটক করে। এসময় মো. জাহিদ হোসেন (২৫) ও মো. মহন সরদারের (২০) কাছ থেকে দুটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে যশোর শহর ও আশপাশের এলাকায় ছিনতাই, মারামারি ও ভাড়াটে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
আটককৃতরা হলেন: মো. জাহিদ হোসেন (২৫), পিতা- হামজা হাসান, গ্রাম-আরবপুর পাওয়ার হাউজপাড়া (সরোয়ার হোসেন ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া), মো. শুকুর আলী (২৩), পিতা- মৃত মুরাদ আলী, গ্রাম- শংকরপুর আশ্রম রোড, মো. মহন সরদার (২০), পিতা- জিন্নাত সরদার, গ্রাম-রেলগেট পশ্চিমপাড়া। আটককৃত সকল আসামি যশোরের কোতোয়ালী থানার বাসিন্দা।
পুলিশ সূত্র জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




















