খাগড়াছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট: ০৭:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর ছিল পুরো শহর এলাকা।
মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু প্রমুখ।
এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় সামনের সারিতে থেকেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত যুব সমাজই আগামী দিনে পরিবর্তনের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




















