নিজস্ব প্রতিবেদক : দেশে বিগত একমাস ধরে চলা আন্দোলনে শেষ হাসি হাসলেন আন্দোলনকারী ছাত্র-জনতা। পদত্যাগের পর সোমবার দুপুরে দেশত্যাগ করেছেন শেখ হাসিনা।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল থেকেই দেশে ও দেশের বাইরে বিভিন্ন সরকারি, আধা-সরকারি অফিস থেকে শেখ হাসিনার ছবি নামানো হচ্ছে। বহু জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও নামানো হয়।

কারফিউ শেষে মঙ্গলবার খুলেছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই অফিসের প্রথম কার্যক্রম হিসেবে শেখ হাসিনার ছবি সরানো হয়। এছাড়া পর্তুগালসহ একাধিক দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের অফিস থেকে শেখ হাসিনার ছবি নামানোর খবর পাওয়া গেছে।

সর্বশেষ চলমান দ্বাদশ জাতীয় সংসদ খুব শিগগির বাতিল করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার রাত ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, “বর্তমান দ্বাদশ সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। খুব দ্রুতই সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে।”

রাষ্ট্রপ্রধান বলেন, “জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তীকালীন সরকার সব দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।”