বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন নিয়ে বৈঠক
- আপডেট: ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করতে বেনাপোল বন্দরের ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, কাস্টমস, বিজিবি ও পুলিশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ স্থলবন্দরের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম আলম।
রোববার (২৬ অক্টোবর-২০২৫) দুপুর ১২টায় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর পরিচালক মো. শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, নানা সমস্যায় জর্জরিত বেনাপোল বন্দরে দিন দিন আমদানি-রফতানি বাণিজ্যের ঘাটতি বেড়ে চলেছে। কাস্টমস ও বন্দরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রতিনিয়ত শুল্ক ফাঁকি ও পণ্য পাচারের ঘটনা ঘটছে। এতে রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তারা আরও জানান, আইনশৃঙ্খলার অবনতির কারণে দেশি-বিদেশি পাসপোর্টধারীরা দালাল চক্রের প্রতারণার শিকার হচ্ছেন প্রায়ই। এসব সমস্যা সমাধান করে বেনাপোল বন্দরে একটি স্থিতিশীল ও বাণিজ্যবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব মোহাম্মদ শামীম আলম বলেন, “আমি বন্দর ব্যবহারকারীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শুনেছি। বাণিজ্য সম্প্রসারণ ও পাসপোর্টধারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) উপসচিব রাশেদুল ইসলাম, বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান, বেনাপোল স্থলবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম, ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত হোসেন, বেনাপোল স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালের আর্মড ব্যাটালিয়ন পুলিশের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান, বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলীসহ আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ ব্যবসায়ীরা।





















