০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

নড়াইল জেলা সমবায় কার্যালয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উৎযাপনের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ১৯

বিশ্বজিৎ বসু, স্টাফ রিপোর্টারঃ গত বুধবার জেলা সমবায় কার্যালয় নড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় সমিতির সদস‍্যগন তাদের অভিমত ব‍্যক্ত করেন এবং এর পাশাপাশি সমিতির সদ‍স‍্যগন তাদের বিভিন্ন কর্মকান্ড প্রচারণা এবং সার্বিক সহযোগিতার জন্য জেলা সমবায় অফিসারকে অনুরোধ করেন।

সমিতির সদস্যদের মধ্যে বক্তব্যে রাখেন ১. মো: মুরাদ হোসেন, সভাপতি, দেবভোগ পাবসস লি:, ২. মো: হাফিজুর রহমান, সম্পাদক, আগদিয়া সা: গ্রাম উ: স:স:লি:, ৪. মিনা মহিদুল হাসান, সভাপতি, বাহিরগ্রাম পাবসস লি:সহ বিভিন্ন সমিতির সদস‍্যগন তাদের মূল্যবান বক্তব্যে রাখেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: আব্দুর রহমান, জেলা সমবায় অফিসার (অ:দা:) নড়াইল মহোদয়। জেলা সমবায় অফিসার মহোদয় প্রতিটি সমিতিটিকে তাদের কর্মকান্ডগুলি হাইলাইট করার স্বার্থে ভিডিও/স্থির চিত্র ধারন করতে বলেন এবং যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদের তালিক দিতে বলেন।

অনুষ্টানটি পরিচালনা করেন মো: হারুন অর রশিদ, প্রশিক্ষক, জেলা সমবায় কার্যালয়, নড়াইল এবং প্রোগ্রাম সফল করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন সাঈফ উদ্দিন আহমদ, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, নড়াইল সদর, নড়াইল।

Please Share This Post in Your Social Media

নড়াইল জেলা সমবায় কার্যালয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উৎযাপনের প্রস্তুতি সভা

আপডেট: ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

বিশ্বজিৎ বসু, স্টাফ রিপোর্টারঃ গত বুধবার জেলা সমবায় কার্যালয় নড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় সমিতির সদস‍্যগন তাদের অভিমত ব‍্যক্ত করেন এবং এর পাশাপাশি সমিতির সদ‍স‍্যগন তাদের বিভিন্ন কর্মকান্ড প্রচারণা এবং সার্বিক সহযোগিতার জন্য জেলা সমবায় অফিসারকে অনুরোধ করেন।

সমিতির সদস্যদের মধ্যে বক্তব্যে রাখেন ১. মো: মুরাদ হোসেন, সভাপতি, দেবভোগ পাবসস লি:, ২. মো: হাফিজুর রহমান, সম্পাদক, আগদিয়া সা: গ্রাম উ: স:স:লি:, ৪. মিনা মহিদুল হাসান, সভাপতি, বাহিরগ্রাম পাবসস লি:সহ বিভিন্ন সমিতির সদস‍্যগন তাদের মূল্যবান বক্তব্যে রাখেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: আব্দুর রহমান, জেলা সমবায় অফিসার (অ:দা:) নড়াইল মহোদয়। জেলা সমবায় অফিসার মহোদয় প্রতিটি সমিতিটিকে তাদের কর্মকান্ডগুলি হাইলাইট করার স্বার্থে ভিডিও/স্থির চিত্র ধারন করতে বলেন এবং যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদের তালিক দিতে বলেন।

অনুষ্টানটি পরিচালনা করেন মো: হারুন অর রশিদ, প্রশিক্ষক, জেলা সমবায় কার্যালয়, নড়াইল এবং প্রোগ্রাম সফল করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন সাঈফ উদ্দিন আহমদ, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, নড়াইল সদর, নড়াইল।