১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যশোরে সাংবাদিক সংগঠনগুলোর কঠোর অবস্থান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতার পবিত্র পেশার আড়ালে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, ভয়ভীতি ও অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে যশোরে সাংবাদিক সংগঠনগুলো একযোগে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

সম্প্রতি ভুয়া পরিচয়ে কিছু ব্যক্তির বেপরোয়া কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সিনিয়র সাংবাদিক নেতারা।

বুধবার (৮ অক্টোবর-২০২৫) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক সংগঠনসমূহের যৌথসভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় নেতারা বলেন, “সাংবাদিকতা হচ্ছে জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছতার পক্ষে এক পেশাগত অঙ্গীকার। কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সাংবাদিকতার মুখোশ পরে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এদের সঙ্গে প্রকৃত সাংবাদিক সমাজের কোনো সম্পর্ক নেই।”

সভায় সাধারণ মানুষকে ভুয়া সাংবাদিকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে যাদেরকে ব্ল্যাকমেইল বা প্রতারণার শিকার হতে হয়েছে, তাদের নির্ভয়ে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এসব ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নেতারা।

নেতৃবৃন্দ আরও জানান, সাংবাদিক সংগঠনগুলো কোনো ভাবেই চাঁদাবাজ, প্রতারক কিংবা আইডি কার্ড-বুম বাণিজ্যের সঙ্গে জড়িত কারও পক্ষে থাকবে না। এমনকি প্রয়োজন হলে ভুয়া গণমাধ্যম ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে যৌথ সভায় যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবীর রিটন ও সদস্য সচিব শিকদার খালিদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপী নাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যশোরে সাংবাদিক সংগঠনগুলোর কঠোর অবস্থান

আপডেট: ১১:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতার পবিত্র পেশার আড়ালে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, ভয়ভীতি ও অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে যশোরে সাংবাদিক সংগঠনগুলো একযোগে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

সম্প্রতি ভুয়া পরিচয়ে কিছু ব্যক্তির বেপরোয়া কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সিনিয়র সাংবাদিক নেতারা।

বুধবার (৮ অক্টোবর-২০২৫) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক সংগঠনসমূহের যৌথসভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় নেতারা বলেন, “সাংবাদিকতা হচ্ছে জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছতার পক্ষে এক পেশাগত অঙ্গীকার। কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সাংবাদিকতার মুখোশ পরে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এদের সঙ্গে প্রকৃত সাংবাদিক সমাজের কোনো সম্পর্ক নেই।”

সভায় সাধারণ মানুষকে ভুয়া সাংবাদিকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে যাদেরকে ব্ল্যাকমেইল বা প্রতারণার শিকার হতে হয়েছে, তাদের নির্ভয়ে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এসব ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নেতারা।

নেতৃবৃন্দ আরও জানান, সাংবাদিক সংগঠনগুলো কোনো ভাবেই চাঁদাবাজ, প্রতারক কিংবা আইডি কার্ড-বুম বাণিজ্যের সঙ্গে জড়িত কারও পক্ষে থাকবে না। এমনকি প্রয়োজন হলে ভুয়া গণমাধ্যম ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে যৌথ সভায় যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবীর রিটন ও সদস্য সচিব শিকদার খালিদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপী নাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।