রাসেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হতে যাচ্ছে। দেশের এ উন্নয়ন ব্যাহত করতে বিএনপি-জামায়াত নানাবিধ চক্রান্তে লিপ্ত আছে। তাদের এ হীন চক্রান্তকে মোকাবেলার জন্য আওয়ামিলীগের নেতাকর্মীকে একত্রিত থাকতে হবে। তিনি বলেন বিএনপির অবস্থা বর্তমানে যা হয়েছে কিছুদিন পরে বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। বিএনপির অবাঞ্ছিত নানামুখী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ তাদেরকে বয়কট করেছে।

তিনি ১০ জুলাই বিকালে ঘাটভোগ ইউনিয়নের ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

ঘাটভোগ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এ কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আ: সালাম, উপজেলা আওয়ামীলীগ নেতা সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, তেরখাদার ছাগলাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম দীন ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুনীর হোসেন মোল্যার সভাপতিত্বে এবং সদস্য সচিব, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাক আকতার ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আল মামুন সরকার, বীরমুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার, ফরিদ শেখ, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারন সম্পাদক রাজীব দাস, ফম জয়নাল আবেদীন, ইউপি সদস্য আবু সালেহ লস্কর,আনিছুর রহমান মিঠু, ওয়াহিদুজ্জামান মিন্টু, সমর কুমার মন্ডল, আজিজুল ইসলাম নন্দু, দিবাংশু মালাকার মনি, সুকুমার বৈরাগী, স্বপ্না রানী পাল, বিনোদিনী পাল, আইরিন আক্তার ,ব্রজেন দাস, রিনা পারভিন, মহানন্দ বিশ্বাস, চন্ডীবর মালি, নিপুল দাশ, রতন মন্ডল, মাখন দাস, লিয়াকত আলী লস্কর, হারুন মোল্যা, কামরুজ্জমান সোহেল, সরদার জসীম উদ্দীন, শফিকুর রহমান ইমন, জালাল শেখ, আঃ জব্বার হাওলাদার, এ্যাডঃ বিশ্বজিত তরফদার, খিতিশ দাস, ইন্দ্রজিত বিশ্বাস, জ্যাকি ইসলাম সজল, ইমলাক মল্লিক, রুবেল শেখ, সিদ্দিক চৌধূরী, সোহেল পারভেজ, মিঠু মুন্সী, রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল, মুসা মোল্যা সবুজ, মেহেদী হাসান, মামুন নীরব, ইরান মোল্যা, সরিফুল ইসলাম সোহাগ, হীরা খাতুন, শহিদুল ইসলাম বাবু, দাউদ শেখ, মঈন উদ্দীন, নুর ইসলাম সরদার, আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, হুমায়ূন কবীর, রাসেল শেখ, সাজ্জাদুর রহমান সাজু, মাসুম, স্মৃতি বিশ্বাস, মলিনা মজুমদার, বেল্লাল, আল মামুন, দিলীপ প্রমূখ।