তেরখাদায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অনন্যা সরকার
- আপডেট: ১২:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৭

খুলনা অফিস: খুলনার তেরখাদা উপজেলার ১০ নম্বর পশ্চিম কাটেঙ্গা সরকারি প্রাথমিক্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্যা সরকার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত গুণী শিক্ষক সম্মাননা কর্মসূচিতে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষকদের মধ্য থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচনে মোট ১৩টি মানদণ্ডে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে রয়েছে—শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, ছাত্র-শিক্ষকের সুসম্পর্ক, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে ভূমিকা, সামাজিকীকরণে উদ্যোগ, একাডেমিক উৎকর্ষ সাধন, বিজ্ঞানমনস্কতা ও সঠিক মূল্যায়ন পদ্ধতির ব্যবহার, ব্যক্তিগত পারদর্শিতা,যোগাযোগ দক্ষতাসহ আরও বিভিন্ন বিষয়।
বর্তমানে তেরখাদা উপজেলায় ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন ৫৫০ জন সহকারী শিক্ষক। এই বিশাল সংখ্যার মধ্য থেকে অনন্যা সরকারকে গুণী শিক্ষক হিসেবে বেছে নেওয়া হয়।
অনন্যা সরকারের ভাষায়, “আমাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এম.এম. মতিয়ার রহমান স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জন শুধু আমার একার নয়, আমার শিক্ষার্থী, সহকর্মী এবং বিদ্যালয় পরিবারের সকল সদস্যের সম্মিলিত প্রাপ্তি।”
তিনি আরও বলেন, “২০১৮ সালে বদলির মাধ্যমে আমি ১০ নম্বর পশ্চিম কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। এখানে এসে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতা ও ভালোবাসায় কাজ করার সুযোগ পেয়েছি। আমি আমার শিক্ষার্থীদের কাছ থেকেই প্রতিনিয়ত শিখি। ওদের ঘিরেই আমার এই প্রাপ্তি।”
উল্লেখ্য, প্রতিবছর শিক্ষক দিবসে তেরখাদা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে একজন সহকারী শিক্ষককে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। এই সম্মাননা শিক্ষকদের পেশাগত উৎকর্ষ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা।





















