খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ জুন ২৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5241 বার
খুলনা অফিস : ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দর সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, তেরখাদার কৃতি সন্তান এম, এ, আলমের ব্যক্তিগত তহবিল থেকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন ও বারাসাত গ্রামের সকল মসজিদ মাদরাসার ইমাম ও মোয়াজ্জেনদের মাঝে জায়নামাজ বিতরণ করেছেন।
গত শনিবার মধুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী, ভাইস চেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বিথী, এনভয় গ্রুপের টেক্সাস ড্রেসেস লি: এর জেনারেল ম্যানেজার মো: বাবুল হুসাইন, সাবেক চেয়ারম্যান বাদশা মল্লিক, আ”লীগ নেতা বাসিতুল হাবিব প্রিন্স, আলমগীর ফকির, যুবলীগ নেতা শেখ শামীম হাসান, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ, শেখ আনারুল ইসলাম,মঞ্জুর সরদার,লিটু শেখসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমুখ।
এ সময় আলেম ও মোয়াজ্জেনদের উদ্দেশ্যে এম, এ, আলম বলেন, মসজিদ-মাদ্রাসার ইমাম এবং মোয়াজ্জেনগন সমাজের নেতৃত্ব দিয়ে থাকেন। আমি আমার মন থেকে আলেমদের ভালবাসি, যদিও এই উপহার সামান্য। কিন্তু আলেমদের প্রতি আমার ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমি এই উপহার দিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এর আগে তেরখাদা উপজেলা পরিষদের নব -নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা প্রদান করা হয়।