০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

শালিখার দরিশলই গ্রামের প্রতিমার রংতুলির কাজ শেষের পথে

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৬

শালিখা (উপজেলা) প্রতিনিধি: লক্ষণ কুমার মন্ডল
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা, ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের (দেবী বন্দনা) শুরু হয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা বা (নবপত্রিকা) গধম পূজার মাধ্যমে শুরু হবে সনাতনীদের শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা এবং সমাপ্ত হবে ০২ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে।

প্রতি বছরের ন্যায় এবার মাগুরা জেলার ৪টি উপজেলার (মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর) ৬৪৩টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবার মাগুরা জেলার শালিখা উপজেলায় মোট ১৩৫টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

শালিখার আড়পাড়া ইউনিয়নের দরিশলই গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা শিল্পী শ্রী সঞ্জয় মন্ডল বলেন যে, তিনি এবার মোট ৬ টি মন্ডপে প্রতিমা তৈরী করছেন। তিনি আরো বলেন যে এবার দ্রব্য মূল্যে বেশি হওয়ায় লোকসান আশঙ্কা রয়েছে। দিন রাত দিয়ে ৪-৫ জন কারিগর পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন যে,প্রতিটি প্রতিমার মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে।

দরিশলই শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নির্মল বিশ্বাস বলেন যে,আমাদের মন্দিরে এবার দূর্গা পূজাতে ৩ স্তরের নিরাপত্তা বলায় থাকবে। ইতিমধ্যে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে আরো থাকবে মন্দির কমিটির সেচ্ছাসেবক দল। কোনো প্রকার যেন অপ্রতিকার ঘটনা না ঘটে সে দিকে আমাদের সেচ্ছাসেবক দল সজাগ থাকবে।

নির্মল বিশ্বাস আরো বলেন যে আমাদের মন্দিরে অশ্লীল ডিজে গান ও সম্পূর্ণ মাদক মুক্ত থাকবে।আমরা তামসিক পূজা না করে সম্পূর্ণ ধর্মীয় শাস্ত্র মতে ধর্মীয় ভাবগম্ভীর বজায় রেখে সাত্ত্বিক পূজা করবো। তিনি আরো বলেন যে, আমাদের মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠানে ছোট শিশুদের গীতা পাঠ,ধর্মীয় গানে নৃত্য, ধর্মীয় কবিতা ও ছড়া বলার প্রতিযোগিতা।

অনুষ্ঠানে আরো থাকবে, মহিলাদের উলুধ্বনির, শঙ্খধ্বনি ও আরো তির প্রতিযোগিতা। এক কথায় মোট আমাদের মন্দিরে পুরো সাত্ত্বিক ভাবে পূজা উদযাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

শালিখার দরিশলই গ্রামের প্রতিমার রংতুলির কাজ শেষের পথে

আপডেট: ১০:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

শালিখা (উপজেলা) প্রতিনিধি: লক্ষণ কুমার মন্ডল
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা, ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের (দেবী বন্দনা) শুরু হয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা বা (নবপত্রিকা) গধম পূজার মাধ্যমে শুরু হবে সনাতনীদের শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা এবং সমাপ্ত হবে ০২ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে।

প্রতি বছরের ন্যায় এবার মাগুরা জেলার ৪টি উপজেলার (মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর) ৬৪৩টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবার মাগুরা জেলার শালিখা উপজেলায় মোট ১৩৫টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

শালিখার আড়পাড়া ইউনিয়নের দরিশলই গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা শিল্পী শ্রী সঞ্জয় মন্ডল বলেন যে, তিনি এবার মোট ৬ টি মন্ডপে প্রতিমা তৈরী করছেন। তিনি আরো বলেন যে এবার দ্রব্য মূল্যে বেশি হওয়ায় লোকসান আশঙ্কা রয়েছে। দিন রাত দিয়ে ৪-৫ জন কারিগর পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন যে,প্রতিটি প্রতিমার মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে।

দরিশলই শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নির্মল বিশ্বাস বলেন যে,আমাদের মন্দিরে এবার দূর্গা পূজাতে ৩ স্তরের নিরাপত্তা বলায় থাকবে। ইতিমধ্যে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে আরো থাকবে মন্দির কমিটির সেচ্ছাসেবক দল। কোনো প্রকার যেন অপ্রতিকার ঘটনা না ঘটে সে দিকে আমাদের সেচ্ছাসেবক দল সজাগ থাকবে।

নির্মল বিশ্বাস আরো বলেন যে আমাদের মন্দিরে অশ্লীল ডিজে গান ও সম্পূর্ণ মাদক মুক্ত থাকবে।আমরা তামসিক পূজা না করে সম্পূর্ণ ধর্মীয় শাস্ত্র মতে ধর্মীয় ভাবগম্ভীর বজায় রেখে সাত্ত্বিক পূজা করবো। তিনি আরো বলেন যে, আমাদের মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠানে ছোট শিশুদের গীতা পাঠ,ধর্মীয় গানে নৃত্য, ধর্মীয় কবিতা ও ছড়া বলার প্রতিযোগিতা।

অনুষ্ঠানে আরো থাকবে, মহিলাদের উলুধ্বনির, শঙ্খধ্বনি ও আরো তির প্রতিযোগিতা। এক কথায় মোট আমাদের মন্দিরে পুরো সাত্ত্বিক ভাবে পূজা উদযাপন করা হবে।