শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
- আপডেট: ১০:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৭

শালিখা (মাগুরা) প্রতিনিধি : লক্ষণ কুমার মন্ডল :
মাগুরা শালিখা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শানিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।
সাভায় উপস্থিত ছিলেন, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইমদাদুল হক, আনসার ও ভিডিপি মাগুরা জেলা কমান্ডার মাহবুবুর রহমান সরকার, উপজেলা আনসার ও ভিডিপি ইন্সটেক্টর আলতাফ হোসেন, উপজেলা সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিস অফিসার মোঃ বাহারুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, পল্লীবিদুৎ আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সাব কমিটির সদস্য, অরূপ সাহা, পলাশ বিশ্বাস,অধীর বিশ্বাস, পরিমল সাহা, পলাশ ঘোষ, দেবু ঘোষ, উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজায় বহিরাগতদের অনিয়ন্ত্রিত আগমন, প্রতিটা মন্দিরে জেনারেটর রাখার পাশাপাশি নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহ রাখার আহ্বান জানানো হয়। এছাড়া পূজা মন্ডবে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সাব কমিটির সদস্য সঞ্জয় সরকার।