বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু
- আপডেট: ০৯:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার বাসিন্দা, মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান নুরুল হক নুরু (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম নুরুল হক নুরু ১৯৭১ সালে সরাসরি রণাঙ্গণে অংশগ্রহণ করেন। দেশের জন্য প্রাণনাশের ঝুঁকি নিয়ে যুদ্ধ করা এই বীর যোদ্ধা মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন সদালাপী, বিনয়ী ও সাদা মনের মানুষ। তাঁর মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা সমাজে নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার জোহরের নামাজের পর গাজীপুরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাঁকে গাজীপুর গণকবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন শার্শার সহকারী কমিশনার ভূমি মো. নিয়াজ মাখদুম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানাজায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, দীন ইসলাম দীনু মল্লিক, মোঃ সাফাউদ্দিন, আব্দুল মান্নান মাস্টার, শহিদুল্লাহ মুক্তিযোদ্ধাসহ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম।
সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আলী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।