বেনাপোলে রক্তের সন্ধানে বাংলাদেশ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
- আপডেট: ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪

নিজস্ব প্রতিবেদক: “রক্ত মোরা করব দান, খুশি হবেন আল্লাহ মহান” — এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন রক্তের সন্ধানে বাংলাদেশ উদযাপন করলো তাদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং পদার্পণ করলো ৫ম বর্ষে।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কাদেরুজ্জামান রাজ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এবং বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মো. শহিদ আলী, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মো. আমিরুল ইসলাম, লাইফ কেয়ার ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মাহমুদ আবির ও মর্ডান ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম শেখ রুবেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. জুয়েল রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. রিপন হোসেন, মো. আতাউর রহমান ও মীর আলম, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান ইমাম, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাহেদ আলী সবুজ এবং ছাত্রদল নেতা মো. মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এই মহতী উদ্যোগ আরও সম্প্রসারিত হোক এবং দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়ুক—এটাই সবার প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং স্বেচ্ছাসেবীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।