যশোরে ১০ বোতল বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক
- আপডেট: ০২:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতয়ালী থানার যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজার এলাকা থেকে ১০ বোতল বিদেশি মদসহ উত্তম হালদার (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা।
আটককৃত উত্তম হালদার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার পুরাতন বনগাঁ গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে একটি ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম হালদার জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকা শহরে মদ পাচার করতেই সে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃত মদের চালানটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি যশোর ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজার মৌসুম সামনে রেখে ভারত থেকে মাদকদ্রব্য পাচারের প্রবণতা বেড়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মদ ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী তা ধ্বংস করা হবে।
সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক।























