বেনাপোল চেকপোস্টে গ্রীন লজিস্টিক নিয়োগের প্রতিবাদে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন
- আপডেট: ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৫

নিজস্ব প্রতিবেদক: গ্রীন লজিস্টিক নামে ঢাকার উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগের বিরুদ্ধে বেনাপোল চেকপোস্টে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কুলি শ্রমিকরা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় বেনাপোল আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের সামনে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
এ মানববন্ধনটি ‘বেনাপোল চেকপোস্ট কুলি শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২০৮৪)’ এর ব্যানারে অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে কর্মরত স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে নতুন একটি বহিরাগত প্রতিষ্ঠান নিয়োগের পাঁয়তারা করছে, যার ফলে প্রায় ৩০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, “স্বাধীনতার পর থেকে আমরা এ বন্দর দিয়ে যাত্রীদের মালামাল বহন করে জীবিকা নির্বাহ করছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের সেবায় আমরা কাজ করি। অথচ এখন আমাদের বাদ দিয়ে বহিরাগত প্রতিষ্ঠান আনা হচ্ছে, যারা অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে যাত্রী হয়রানি করবে।”
তারা আরও বলেন, বন্দরে যাত্রীদের জন্য পর্যাপ্ত সুবিধার অভাব রয়েছে— নেই বসার স্থান, ক্যান্টিন বা অন্য কোনো সুযোগ-সুবিধা। তবে যাত্রীদের কাছ থেকে ৫৭.২৬ টাকা ‘সেবার নামে’ আদায় করা হচ্ছে, যা তারা অবৈধ দাবি করছেন।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আমাদের সঙ্গীদের নিয়ে এখানে কাজ করে চলেছি এবং চাইলে আমাদের পেশা হরণ করার চেষ্টা করা হোক, এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড (সাদীপুর) বিএনপি সভাপতি আব্দুল মালেক, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন কালু, সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য ইমরান হোসেন এবং হুমায়ুন কবির লালটু প্রমুখ। তারা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এদিকে, বিক্ষোভকারীদের দাবি অনুসারে, যদি দ্রুত তাদের দাবি না মেনে নেওয়া হয়, তবে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিতে পারেন।























