১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

আন্দুলিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৮

যশোর প্রতিনিধি: চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোরের বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে পৃথক অভিযানে ৭২ হাজার টাকা মূল্যের শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল আইসিপি ও আন্দুলিয়া বিওপি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানির উদ্দেশ্যে রাখা শাড়ি ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি।

“চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি’র চলমান বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে,” — বলেন ব্যাটালিয়ন অধিনায়ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আন্দুলিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধ পণ্য জব্দ

আপডেট: ১০:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

যশোর প্রতিনিধি: চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোরের বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে পৃথক অভিযানে ৭২ হাজার টাকা মূল্যের শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল আইসিপি ও আন্দুলিয়া বিওপি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানির উদ্দেশ্যে রাখা শাড়ি ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি।

“চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি’র চলমান বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে,” — বলেন ব্যাটালিয়ন অধিনায়ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।