১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বুকের রক্ত দিয়ে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার মাগুরা পুজা উৎযাপন ফ্রন্টের

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৮

স্বপন বিশ্বাস, শালিখা,মাগুরা :বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মাগুরা জেলা শাখার আহবায়ক এ্যাড. কুমুদ রঞ্জন বিশ্বাস বলেছেন, বুকের রক্ত দিয়ে হলেও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবো। আমার হিন্দু সম্প্রদায়ের কোন ব্যক্তিকে অন্যায়ভাবে যদি কেউ কোন অত্যাচার করে আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে আছি এবং বুকের রক্ত দিয়ে আমি আপনাদের পাশে থাকবো।

এই বাংলাদেশের প্রতিটা হিন্দু সম্প্রদায় দলমত নির্বিশেষে যারা সাধারণ মানুষ যারা বিগত সরকারের আমলে কোন প্রকার অন্যায় অত্যাচারের ভিতরে যান নাই, তারা নির্বিঘ্নে অত্যান্ত শান্তিপূর্ণ অধিকার নিয়ে বসবাস করবেন এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। রবিবার দুপুরে মাগুরা শালিখা উপজেলার আড়াপাড়া রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শালিখা উপজেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাব কমিটির সদস্য গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শালিখা উপজেলা ইসকনের সহ-সভাপতি বিবেকানন্দ বিশ্বাস, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের রামপ্রসাদ মজুমদার।

কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছোট করে দেখেন নাই। বিগত স্বৈরাচার সরকারের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সহ যে সমস্ত মানবতাবিরোধী নেতৃবৃন্দ ছিল আজ ট্রাইবুনালে তাদের বিচার হচ্ছে। তাদের অপকর্মের জন্য তাদের অনেক নেতাই এখন নির্বাচন করতে পারবে না।

তাহলে আমাদের যদি টিকে থাকতে হয়, আমাদের স্বাধীনতা, শান্তি-শৃঙ্খলা দরকার হয় আমরা যদি নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারি তাহলে আমাদের সেই দলকে বেছে নিতে হবে, যে দল বলে আমরা সবাই বাংলাদেশী এখানে সংখ্যালঘু বলে কিছু নেই, এখানে একজন সংখ্যাগরিষ্ঠ লোকের যে অধিকার আছে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সেই অধিকার আছে। সবাই আমরা বাংলাদেশী। তাই সামগ্রিক দ্বিধা দ্বন্দ্ব ভুলে পুরনো চিন্তাভাবনা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলে নতুন বাংলাদেশ, নতুন চিন্তা ভাবনায় এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দেশপ্রেমিক সংগঠন, এই দলের পতাকা তলে আপনারা সবাই আসেন আমি মনে করি আপনাদের কোন অবমূল্যায়ন হবে না।

Please Share This Post in Your Social Media

বুকের রক্ত দিয়ে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার মাগুরা পুজা উৎযাপন ফ্রন্টের

আপডেট: ১০:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

স্বপন বিশ্বাস, শালিখা,মাগুরা :বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মাগুরা জেলা শাখার আহবায়ক এ্যাড. কুমুদ রঞ্জন বিশ্বাস বলেছেন, বুকের রক্ত দিয়ে হলেও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবো। আমার হিন্দু সম্প্রদায়ের কোন ব্যক্তিকে অন্যায়ভাবে যদি কেউ কোন অত্যাচার করে আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে আছি এবং বুকের রক্ত দিয়ে আমি আপনাদের পাশে থাকবো।

এই বাংলাদেশের প্রতিটা হিন্দু সম্প্রদায় দলমত নির্বিশেষে যারা সাধারণ মানুষ যারা বিগত সরকারের আমলে কোন প্রকার অন্যায় অত্যাচারের ভিতরে যান নাই, তারা নির্বিঘ্নে অত্যান্ত শান্তিপূর্ণ অধিকার নিয়ে বসবাস করবেন এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। রবিবার দুপুরে মাগুরা শালিখা উপজেলার আড়াপাড়া রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শালিখা উপজেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাব কমিটির সদস্য গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শালিখা উপজেলা ইসকনের সহ-সভাপতি বিবেকানন্দ বিশ্বাস, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের রামপ্রসাদ মজুমদার।

কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছোট করে দেখেন নাই। বিগত স্বৈরাচার সরকারের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সহ যে সমস্ত মানবতাবিরোধী নেতৃবৃন্দ ছিল আজ ট্রাইবুনালে তাদের বিচার হচ্ছে। তাদের অপকর্মের জন্য তাদের অনেক নেতাই এখন নির্বাচন করতে পারবে না।

তাহলে আমাদের যদি টিকে থাকতে হয়, আমাদের স্বাধীনতা, শান্তি-শৃঙ্খলা দরকার হয় আমরা যদি নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারি তাহলে আমাদের সেই দলকে বেছে নিতে হবে, যে দল বলে আমরা সবাই বাংলাদেশী এখানে সংখ্যালঘু বলে কিছু নেই, এখানে একজন সংখ্যাগরিষ্ঠ লোকের যে অধিকার আছে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সেই অধিকার আছে। সবাই আমরা বাংলাদেশী। তাই সামগ্রিক দ্বিধা দ্বন্দ্ব ভুলে পুরনো চিন্তাভাবনা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলে নতুন বাংলাদেশ, নতুন চিন্তা ভাবনায় এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দেশপ্রেমিক সংগঠন, এই দলের পতাকা তলে আপনারা সবাই আসেন আমি মনে করি আপনাদের কোন অবমূল্যায়ন হবে না।