১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

তারাগঞ্জে ছয় মাসের শিশুকে জবাই করে হত্যা করেছে নিজের মা।

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৩

নিজস্ব প্রতিবেদকঃ রংপুর জেলা তারাগঞ্জ উপজেলায় ছয় মাসের শিশুকে জবাই করে হত্যা করেছে নিজের মা।

সোমবার (১৫-সেপ্টেম্বর) সকালে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ঘরে ঘরে থাকা ছুরি দিয়ে নিজের ছয় মাসের শিশুকে জবাই করে হত্যা করে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন এবং নিহত শিশুটির মা তুলসী রাণী (২৫)কে আটক করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবুল চন্দ্র রায়ের (৪০) স্ত্রী তুলসী রানী (২৫) মানসিক রোগে ভুগছিলেন। প্রায় সাত বছর আগে বাবুলের সঙ্গে তুলসী রানীর বিয়ে হয়। তার বাবার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী দলুয়া গ্রামে। তাদের আরেকটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ ও তার মাকে থানায় আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

তারাগঞ্জে ছয় মাসের শিশুকে জবাই করে হত্যা করেছে নিজের মা।

আপডেট: ০৪:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ রংপুর জেলা তারাগঞ্জ উপজেলায় ছয় মাসের শিশুকে জবাই করে হত্যা করেছে নিজের মা।

সোমবার (১৫-সেপ্টেম্বর) সকালে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ঘরে ঘরে থাকা ছুরি দিয়ে নিজের ছয় মাসের শিশুকে জবাই করে হত্যা করে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন এবং নিহত শিশুটির মা তুলসী রাণী (২৫)কে আটক করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবুল চন্দ্র রায়ের (৪০) স্ত্রী তুলসী রানী (২৫) মানসিক রোগে ভুগছিলেন। প্রায় সাত বছর আগে বাবুলের সঙ্গে তুলসী রানীর বিয়ে হয়। তার বাবার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী দলুয়া গ্রামে। তাদের আরেকটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ ও তার মাকে থানায় আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।