১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ঝিকরগাছায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৭

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের নবীবনগর গ্রামে বিষাক্ত কীটনাশক পান করে মৃত আশরাফ আলীর পুত্র আক্কাস আলী মোল্লা (৮৫) আত্মহত্যা করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১১টার সময় আক্কাস আলী সকলের অগোচরে বিষাক্ত কিটনাশক পান করে নিজের শয়নকক্ষে শুয়ে ছিল। বেলা সাড়ে ১১টার সময় তার স্ত্রী পায়েশ রান্না করে খাওয়ানোর জন্য ঘরে প্রবেশ করলে দেখতে পান তিনি কাতরাচ্ছেন। তাৎক্ষণিক তার ছেলেকে খবর দিলে ছেলে এসে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা দেখে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু যশোর নিয়ে যাওয়ার আগেই নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, খবর পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যশোরের ঝিকরগাছায় হঠাৎ করেই আশংকাজনক হারে আত্মহত্যার ঘটনা বেড়ে গিয়েছে। গত ১ মাসে প্রায় ৬টি আত্মহত্যার ঘটনা পত্রিকার পাতায় উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট: ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের নবীবনগর গ্রামে বিষাক্ত কীটনাশক পান করে মৃত আশরাফ আলীর পুত্র আক্কাস আলী মোল্লা (৮৫) আত্মহত্যা করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১১টার সময় আক্কাস আলী সকলের অগোচরে বিষাক্ত কিটনাশক পান করে নিজের শয়নকক্ষে শুয়ে ছিল। বেলা সাড়ে ১১টার সময় তার স্ত্রী পায়েশ রান্না করে খাওয়ানোর জন্য ঘরে প্রবেশ করলে দেখতে পান তিনি কাতরাচ্ছেন। তাৎক্ষণিক তার ছেলেকে খবর দিলে ছেলে এসে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা দেখে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু যশোর নিয়ে যাওয়ার আগেই নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, খবর পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যশোরের ঝিকরগাছায় হঠাৎ করেই আশংকাজনক হারে আত্মহত্যার ঘটনা বেড়ে গিয়েছে। গত ১ মাসে প্রায় ৬টি আত্মহত্যার ঘটনা পত্রিকার পাতায় উঠে এসেছে।