শার্শায় পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার
- আপডেট: ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. বাবু মোল্লা (৫৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই হযরত আলী ও এএসআই মো. নজিবুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া (উত্তরপাড়া) এলাকায় অভিযান চালান। এ সময় ধৃত বাবু মোল্লার বসতবাড়ী তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত আ. রাজ্জাক মোল্লার ছেলে।
গ্রেফতারকৃত বাবু মোল্লার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৫, তাং-১৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম জানান, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরো জানান, ধৃত আসামিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






















