১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি মদসহ অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল, আন্দুলিয়া, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় একযোগে চালানো এই অভিযানে প্রায় ৫ লাখ ৩৮ হাজার ৯৫০ টাকার অবৈধ পণ্য আটক করা হয়।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, পোশাক সামগ্রী, মোবাইল ফোন, চকলেট, খাদ্যসামগ্রী, জিরা, কসমেটিকস এবং চায়না দোয়ারী জাল। এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা যেকোনো মূল্যে সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ রোধে প্রতিজ্ঞাবদ্ধ। বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি মদসহ অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৭:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল, আন্দুলিয়া, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় একযোগে চালানো এই অভিযানে প্রায় ৫ লাখ ৩৮ হাজার ৯৫০ টাকার অবৈধ পণ্য আটক করা হয়।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, পোশাক সামগ্রী, মোবাইল ফোন, চকলেট, খাদ্যসামগ্রী, জিরা, কসমেটিকস এবং চায়না দোয়ারী জাল। এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা যেকোনো মূল্যে সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ রোধে প্রতিজ্ঞাবদ্ধ। বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।