নেতা-কর্মীদের পাশে শার্শা উপজেলা বিএনপি
- আপডেট: ১০:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার অসুস্থ ও বিপদগ্রস্ত নেতা-কর্মীদের খোঁজখবর নিতে মাঠে নেমেছে শার্শা উপজেলা বিএনপি।
দলীয় দায়িত্ববোধ ও মানবিক দায়বদ্ধতা থেকে নেতারা পাশে দাঁড়িয়েছেন কর্মীদের, আশ্বাস দিয়েছেন সকল ধরণের সহযোগিতার।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আওরঙ্গজেব-এর মায়ের কবর জিয়ারত করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিকেলে বেনাপোল পৌর এলাকার সাদীপুর গ্রামে যান তাঁরা। সেখানে অসুস্থ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তবার রহমান ও গোলাম হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মো: নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সদস্য আলমগীর সিদ্দিকী, আবুল কাশেম, সাহেব আলী মাস্টার, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ ও মো: আক্তারুজ্জামান আক্তার, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: জুয়েল রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ সেক্টর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনি ও মোঃ আওরঙ্গজেব, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুল মালেক, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব মোঃ ওমর ফারুক, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: সাহেদ আলী সবুজ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিপন হোসেন, মো: আতাউর রহমান, জনি হায়দার, সদস্য মো: জিয়াউর রহমান ও মো: মফিজুর রহমান পিন্টু, শ্রমিক দলনেতা আব্দুল হান্নান ও আব্দুল হালিম, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল তুহিল, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি ও বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন।
নেতাকর্মীদের প্রতি এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।






















