১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

যশোরে ডিবি’র অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্য আটক, উদ্ধার ৭ বাইক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৩

নিজস্ব প্রতিবেদক: অবশেষে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভেঙে পড়লো আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের একাংশ। আটক হয়েছে চক্রের আরও চার সদস্য, উদ্ধার হয়েছে চুরি হওয়া সাতটি মোটরসাইকেল।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি আটক হওয়া চক্রের প্রধান হোতা শহিদুল ইসলাম শহিদের জবানবন্দিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সেই ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে চালানো হয় একাধিক গোপন অভিযান। অভিযানে গ্রেপ্তার করা হয় তামিম খান, মুরসালিন শেখ, আজিম শিকদার ও হাসানুর রহমানকে।

যশোরের পুলিশ সুপার রওনক জাহান শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, আটককৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুটি ইয়ামাহা আর-১৫, তিনটি সুজুকি জিক্সার, একটি পালসার এবং একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল।

এর আগে গত ৯ জুলাই যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে শহিদুল ইসলাম শহিদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় মোটরসাইকেল বিক্রির প্রস্তুতিকালে। পরে তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করে পুলিশ। তখনও উদ্ধার হয় চারটি চোরাই মোটরসাইকেল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলা শহরে ক্রয়-বিক্রয় করত চক্রটি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান ও এএসআই রঞ্জন কুমার বসু তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে চক্রটির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছেন।

আটক চারজনকে শুক্রবার আদালতে তোলা হলে তামিম খান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সুপার রওনক জাহান জানান, চক্রের মূল উৎস এবং চুরি করা মোটরসাইকেলের ক্রেতাদের বিরুদ্ধেও তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবি’র অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্য আটক, উদ্ধার ৭ বাইক

আপডেট: ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অবশেষে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভেঙে পড়লো আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের একাংশ। আটক হয়েছে চক্রের আরও চার সদস্য, উদ্ধার হয়েছে চুরি হওয়া সাতটি মোটরসাইকেল।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি আটক হওয়া চক্রের প্রধান হোতা শহিদুল ইসলাম শহিদের জবানবন্দিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সেই ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে চালানো হয় একাধিক গোপন অভিযান। অভিযানে গ্রেপ্তার করা হয় তামিম খান, মুরসালিন শেখ, আজিম শিকদার ও হাসানুর রহমানকে।

যশোরের পুলিশ সুপার রওনক জাহান শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, আটককৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুটি ইয়ামাহা আর-১৫, তিনটি সুজুকি জিক্সার, একটি পালসার এবং একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল।

এর আগে গত ৯ জুলাই যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে শহিদুল ইসলাম শহিদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় মোটরসাইকেল বিক্রির প্রস্তুতিকালে। পরে তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করে পুলিশ। তখনও উদ্ধার হয় চারটি চোরাই মোটরসাইকেল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলা শহরে ক্রয়-বিক্রয় করত চক্রটি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান ও এএসআই রঞ্জন কুমার বসু তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে চক্রটির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছেন।

আটক চারজনকে শুক্রবার আদালতে তোলা হলে তামিম খান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সুপার রওনক জাহান জানান, চক্রের মূল উৎস এবং চুরি করা মোটরসাইকেলের ক্রেতাদের বিরুদ্ধেও তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।