১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি মদ ও চায়না দোয়ারী জালসহ বিভিন্ন মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে আবারও বড়সড় সাফল্য পেলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সীমান্তজুড়ে চালানো অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।

অভিযানে বেনাপোল, কাশিপুর, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র আশপাশের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একাধিক টহল দল। অভিযানে আটক করা হয় বিদেশি মদ, চকলেট, ফুসকা, কাজু বাদাম, হরলিক্স, বিভিন্ন প্রকার কীটনাশক, চায়না দোয়ারী জাল, শাড়ী, পোশাক সামগ্রী ও কসমেটিক্স পণ্যসহ নানা ধরনের মালামাল। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭৪০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তজুড়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পিত আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবেই এবারের এই সফল অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রকে চিহ্নিত করে ধ্বংস করতে আমরা সচেষ্ট। নিয়মিত অভিযান এবং তথ্যভিত্তিক কার্যক্রমের মাধ্যমে বিজিবি এখন অনেকটাই সফলভাবে এসব প্রতিরোধ করতে পারছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে, যা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। অন্যদিকে, চোরাচালানি পণ্যসমূহ যথাযথ কাগজপত্রের মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীমান্তে বিজিবির এমন ধারাবাহিক অভিযান চোরাচালান রোধে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি মদ ও চায়না দোয়ারী জালসহ বিভিন্ন মালামাল জব্দ

আপডেট: ১১:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে আবারও বড়সড় সাফল্য পেলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সীমান্তজুড়ে চালানো অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।

অভিযানে বেনাপোল, কাশিপুর, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র আশপাশের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একাধিক টহল দল। অভিযানে আটক করা হয় বিদেশি মদ, চকলেট, ফুসকা, কাজু বাদাম, হরলিক্স, বিভিন্ন প্রকার কীটনাশক, চায়না দোয়ারী জাল, শাড়ী, পোশাক সামগ্রী ও কসমেটিক্স পণ্যসহ নানা ধরনের মালামাল। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭৪০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তজুড়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পিত আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবেই এবারের এই সফল অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রকে চিহ্নিত করে ধ্বংস করতে আমরা সচেষ্ট। নিয়মিত অভিযান এবং তথ্যভিত্তিক কার্যক্রমের মাধ্যমে বিজিবি এখন অনেকটাই সফলভাবে এসব প্রতিরোধ করতে পারছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে, যা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। অন্যদিকে, চোরাচালানি পণ্যসমূহ যথাযথ কাগজপত্রের মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীমান্তে বিজিবির এমন ধারাবাহিক অভিযান চোরাচালান রোধে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।