যশোরের কায়বা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি আটক
- আপডেট: ০৯:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে ভারত অভিমুখে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টার দিকে পূর্ব রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কায়বা বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ১৭/৭-এস এর ২২ আর পিলারের নিকট দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালিয়ে সীমান্ত থেকে প্রায় ৫০ গজ ভেতরে, পূর্ব রুদ্রপুর এলাকা থেকে দুইজন পুরুষ ও তিনজন নারীসহ মোট পাঁচজনকে আটক করে।
আটককৃতরা হলেন— মো. মকছেদ আলী বিশ্বাস (৬৫) — জেয়ালা নলতা, তালা, সাতক্ষীরা। মো. আকাশ হোসেন (২৩) — আলতী বুরুজবাড়ীয়া, মোড়েলগঞ্জ, বাগেরহাট। সালেহা আক্তার প্রিয়া (২৭) — মত্তগ্রাম, মাইজপাড়া, শ্রীনগর, মুন্সীগঞ্জ। রোজিনা খানম (২৮) — পশ্চিম সেনপাড়া, মিরপুর, ঢাকা ও সুফিয়া বেগম রিনা (৪৬) — ভবারবেড়, শার্শা, যশোর।
তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন (৫টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন) জব্দ করা হয়েছে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
এ বিষয়ে ২১ বিজিবির অধিনায়ক বলেন, “সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে নিয়মিত প্রচারণাও চালানো হচ্ছে।”