যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক-২, মোটরসাইকেল জব্দ
- আপডেট: ০৮:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৫১

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ পৃথক অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে অবৈধ মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দিনভর ৪৯ বিজিবি’র বিভিন্ন টহলদল—বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, বর্ণি বিশেষ ক্যাম্প ও আমড়াখালী চেকপোস্ট— যৌথভাবে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, শাড়ি, কম্বল, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার ঔষধ, পাতার বিড়ি, খৈনি এবং কসমেটিক্স পণ্য উদ্ধার করা হয়। আটক করা হয় দুই চোরাকারবারিকে।
আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেতবাড়িয়া গ্রামের মৃত জোমায়েত আলীর ছেলে মো. শাহজালান আলী মন্ডল (৫০) ও একই গ্রামের আক্তার আলীর ছেলে মো. নাজমুল হোসেন (২৬)
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যশোরের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি। এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে সফল অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানি ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, “সীমান্তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে, যা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে। অন্যদিকে অন্যান্য জব্দকৃত মালামাল যথাযথ নিয়মে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।