০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

যশোর-বেনাপোল মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকল্পে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭০

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল মহাসড়কে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এক বর্ণাঢ্য কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) নাভারণ হাইওয়ে থানার আয়োজনে ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে (ফুল মার্কেট) বেলা ১২টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস্ দক্ষিণ) রখফার সুলতানা খানম, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যশোর-বেনাপোল মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। এই সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।” তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ, যানবাহনের চালক ও মালিকদের সচেতনতা এবং সহযোগিতা থাকলে মহাসড়কে অপরাধ, দুর্ঘটনা ও বিশৃঙ্খলা অনেকাংশেই কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মাদ জাকারিয়া, যশোর হাইওয়ে সার্কেলের সিনিয়র এএসপি মো. নাসিম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবহন মালিক-শ্রমিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং মহাসড়কে ট্রাফিক নিয়ম মেনে চলা, অপ্রয়োজনীয় ওভারটেকিং পরিহার এবং অতিরিক্ত গতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান।

Please Share This Post in Your Social Media

যশোর-বেনাপোল মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকল্পে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ

আপডেট: ০৮:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল মহাসড়কে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এক বর্ণাঢ্য কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) নাভারণ হাইওয়ে থানার আয়োজনে ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে (ফুল মার্কেট) বেলা ১২টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস্ দক্ষিণ) রখফার সুলতানা খানম, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যশোর-বেনাপোল মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। এই সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।” তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ, যানবাহনের চালক ও মালিকদের সচেতনতা এবং সহযোগিতা থাকলে মহাসড়কে অপরাধ, দুর্ঘটনা ও বিশৃঙ্খলা অনেকাংশেই কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মাদ জাকারিয়া, যশোর হাইওয়ে সার্কেলের সিনিয়র এএসপি মো. নাসিম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবহন মালিক-শ্রমিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং মহাসড়কে ট্রাফিক নিয়ম মেনে চলা, অপ্রয়োজনীয় ওভারটেকিং পরিহার এবং অতিরিক্ত গতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান।