যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক-১, জব্দ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য
- আপডেট: ০৯:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মোটরসাইকেল, ভারতীয় শাড়ি, মোবাইল ফোন ও কসমেটিক্স।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও বর্ণি ক্যাম্পের যৌথ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. রিপন হোসেন মোল্লা (৩০)। তিনি যশোরের কোতোয়ালী থানার ফতেহপুর ইউনিয়নের দাইতলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল রাজ্জাক।
বিজিবি সূত্র জানায়, ৪ লাখ ১৯ হাজার ১০০ টাকা মূল্যের ইয়াবা, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত পথে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ ও জনগণের স্বার্থে এ অভিযান চলবে।”
বিজিবি আরও জানায়, জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে প্রেরণ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে। অন্যদিকে, জব্দকৃত অন্যান্য চোরাচালানী মালামাল যথাযথ নিয়মে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক আসামিকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।