০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ভারতে পাচারের শিকার নারী বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৪

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারের শিকার হয়ে দীর্ঘদিন আটকে থাকার পর দেশে ফিরেছেন গোপালগঞ্জের এক নারী (বয়স ৩২)।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, ভারতীয় হরিদাসপুর ইমিগ্রেশন ও বিএসএফের মাধ্যমে নারীটিকে হস্তান্তর করা হয়। এ সময় বেনাপোল বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভিকটিম নারী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। তাকে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে এক্সিট পারমিটের মাধ্যমে ফেরত পাঠানো হয়। ২ সেপ্টেম্বর তার কাগজপত্র সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ভিকটিমকে বেনাপোল পোর্ট থানায় গ্রহণ করা হয়েছে এবং ভিকটিমকে পরিবারের কাছে পৌঁছে দিতে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটির ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, “দ্রুতই নারীটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা প্রয়োজনীয় সহায়তা করব।”

Please Share This Post in Your Social Media

ভারতে পাচারের শিকার নারী বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

আপডেট: ১১:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারের শিকার হয়ে দীর্ঘদিন আটকে থাকার পর দেশে ফিরেছেন গোপালগঞ্জের এক নারী (বয়স ৩২)।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, ভারতীয় হরিদাসপুর ইমিগ্রেশন ও বিএসএফের মাধ্যমে নারীটিকে হস্তান্তর করা হয়। এ সময় বেনাপোল বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভিকটিম নারী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। তাকে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে এক্সিট পারমিটের মাধ্যমে ফেরত পাঠানো হয়। ২ সেপ্টেম্বর তার কাগজপত্র সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ভিকটিমকে বেনাপোল পোর্ট থানায় গ্রহণ করা হয়েছে এবং ভিকটিমকে পরিবারের কাছে পৌঁছে দিতে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটির ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, “দ্রুতই নারীটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা প্রয়োজনীয় সহায়তা করব।”