০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শার্শা’র গোগা সীমান্তে ৪৫ বোতল ফেন্সিডিল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা এ অভিযান চালায়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে গোগা বিওপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় সীমান্তের এক নির্জন স্থানে ফেলে রাখা অবস্থায় ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরণের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় তা ধ্বংস করা হবে।

উল্লেখ্য, শার্শার গোগা সীমান্ত এলাকাটি মাদক পাচারের জন্য দীর্ঘদিন ধরেই একটি হটস্পট হিসেবে পরিচিত। এ এলাকায় বিজিবির টহল জোরদারের ফলে মাদক পাচার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

শার্শা’র গোগা সীমান্তে ৪৫ বোতল ফেন্সিডিল আটক

আপডেট: ১০:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা এ অভিযান চালায়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে গোগা বিওপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় সীমান্তের এক নির্জন স্থানে ফেলে রাখা অবস্থায় ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরণের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় তা ধ্বংস করা হবে।

উল্লেখ্য, শার্শার গোগা সীমান্ত এলাকাটি মাদক পাচারের জন্য দীর্ঘদিন ধরেই একটি হটস্পট হিসেবে পরিচিত। এ এলাকায় বিজিবির টহল জোরদারের ফলে মাদক পাচার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় সচেতন মহল।