বসুন্দিয়ার পদ্মবিলা কামিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সাথে ছাত্র সংসদের মতবিনিময়
- আপডেট: ০৮:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ২৩০

সাঈদ ইবনে হানিফ : বসুন্দিয়ার পদ্মবিলা কামিল মাদ্রাসার নবনির্বাচিত পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সাথে ছাত্র সংসদ প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র সংসদের প্রতিনিধিগন ফুলেল শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরন করে নেন। এরপর উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় মাদরাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সম্প্রসারণ এবং সার্বিক অগ্রগতির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় উভয় পক্ষের মধ্যে।
এছাড়া শিক্ষার্থীদের একাডেমিক মানউন্নয়ন, আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি, ক্রিড়া, সাংস্কৃতিক ও নৈতিক চর্চার প্রসারসহ একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তোলার বিষয়ে সংশ্লিষ্ট সকলে আন্তরিক মতামত পেশ করেন এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, আধুনিক ও অনুকরণীয় পরিবেশ গড়ে তুলতে পরিচালনা পরিষদ ও ছাত্র সংসদ হাতে হাত রেখে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন।












