ঝিকরগাছা বিএম হাইস্কুলে ৫০০ টাকা না দিলে দেওয়া হচ্ছে না এসএসসি পাশের প্রশংসা পত্র
- আপডেট: ০৪:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৩১০

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত বদরুদ্দীন মুসলিম হাইস্কুলে (বিএম স্কুল) এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের প্রশংসা পত্র নিতে গেলেই গুনতে হচ্ছে ৫০০ টাকা। সরকারি নিয়ম না থাকলেও টাকা বাদে কাউকে প্রশংসা পত্র সরবরাহ করা হচ্ছে না।
এছাড়াও রশিদ বাদেই এই টাকা আদায় করছে স্কুল কতৃপক্ষ। আর এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন সদ্য পাশ করা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।
ঝিকরগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সামছুজ্জামান লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার পুত্র মোঃ সাজিদুর জামান ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল থেকে এবার এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার কলেজে ভর্তির জন্য প্রশংসা পত্র আনতে গেলে বিদ্যালয় থেকে প্রশংসা পত্রের ফি বাবদ অতিরিক্ত ৫০০/- (পাঁচশত) টাকা দাবি করা হয়েছে যেটি নিয়ম বহির্ভূত। এই বিষয়ে আরও লিখিত অভিযোগ দিয়েছেন স্কুলের ২০ জন শিক্ষার্থী।
এবছর বিএম হাইস্কুল থেকে ২৫৫ জন শিক্ষার্থী এসএসসি পাশ করেছে। ইতিমধ্যে শতাধিক শিক্ষার্থী ৫০০ টাকা করে দিয়ে প্রশংসা পত্র নিতে বাধ্য হয়েছে কিন্তু তাদেরকে কোনো রশিদ প্রদান করা হয়নি। এ নিয়ে সকল শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
উক্ত হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ বলেন, ২০২২/২৩ সালে কমিটির সভাপতি তৎকালীন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার রেজুলেশন অনুযায়ী আগে থেকেই এই টাকা নেওয়া হচ্ছে। বর্তমান কমিটির অনুমতি আছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি অনুমতি নেওয়া হয়নি বলে জানান।
ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ বলেন, প্রশংসা পত্র দেওয়ার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা নেওয়ার সরকারি কোনো নির্দেশনা নেই। এভাবে টাকা নেওয়া অপরাধ। ২টি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।












