০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেল বেনাপোলের কৃতী সন্তান হাফেজ তৌফিক রেদোয়ান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ৩৬৬

নিজস্ব প্রতিবেদক: অধ্যবসায়, আল্লাহর রহমত ও পারিবারিক অনুপ্রেরণার বিরল সমন্বয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বেনাপোলের কৃতি শিক্ষার্থী হাফেজ তৌফিক রেদোয়ান। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগ থেকে সে অর্জন করেছে সর্বোচ্চ কৃতিত্ব—গর্বের গোল্ডেন এ প্লাস!

তৌফিক রেদোয়ান বেনাপোলের খ্যাতনামা ব্যবসায়ী ও সমাজসেবক ইকরামুল কবীর বকুল এবং ধর্মপরায়ণ গৃহিণী শিরিনা খাতুনের জ্যেষ্ঠ পুত্র। ছোটবেলায়ই সম্পন্ন করেছে পবিত্র কুরআন হিফজ। সেই ইসলামী শিক্ষার ভিত্তির ওপর দাঁড়িয়ে এবার সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সাধারণ শিক্ষাতেও।

শার্শা দাখিল মাদ্রাসার মেধাবী এই ছাত্রের কৃতিত্বে গোটা এলাকায় বইছে আনন্দের জোয়ার। শিক্ষক-অভিভাবক থেকে শুরু করে প্রতিবেশী সবাই ভাসছেন গর্বে ও আবেগে। মাদ্রাসার অধ্যক্ষ জানান, “তৌফিক একজন আদর্শ শিক্ষার্থী। পড়াশোনা, নৈতিকতা ও ব্যবহার—প্রতিটি দিকেই সে অনুকরণীয়।”

বন্ধুমহলে তৌফিক পরিচিত এক মনোযোগী ও শান্তশিষ্ট তরুণ হিসেবে। সারাক্ষণ পড়াশোনা, নামাজ ও পারিবারিক দায়িত্ব পালন— এসবের মাঝেই কেটে যায় তার ব্যস্ত দিন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে ইসলামের খেদমত ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে।

তার এই অসামান্য কৃতিত্বের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে— যেন তৌফিক সামনের পথেও থাকে সফলতার দ্যুতি নিয়ে, গড়ে ওঠে একজন আদর্শ নাগরিক ও আলোকিত মানুষ হিসেবে।

Please Share This Post in Your Social Media

দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেল বেনাপোলের কৃতী সন্তান হাফেজ তৌফিক রেদোয়ান

আপডেট: ০৬:০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অধ্যবসায়, আল্লাহর রহমত ও পারিবারিক অনুপ্রেরণার বিরল সমন্বয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বেনাপোলের কৃতি শিক্ষার্থী হাফেজ তৌফিক রেদোয়ান। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগ থেকে সে অর্জন করেছে সর্বোচ্চ কৃতিত্ব—গর্বের গোল্ডেন এ প্লাস!

তৌফিক রেদোয়ান বেনাপোলের খ্যাতনামা ব্যবসায়ী ও সমাজসেবক ইকরামুল কবীর বকুল এবং ধর্মপরায়ণ গৃহিণী শিরিনা খাতুনের জ্যেষ্ঠ পুত্র। ছোটবেলায়ই সম্পন্ন করেছে পবিত্র কুরআন হিফজ। সেই ইসলামী শিক্ষার ভিত্তির ওপর দাঁড়িয়ে এবার সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সাধারণ শিক্ষাতেও।

শার্শা দাখিল মাদ্রাসার মেধাবী এই ছাত্রের কৃতিত্বে গোটা এলাকায় বইছে আনন্দের জোয়ার। শিক্ষক-অভিভাবক থেকে শুরু করে প্রতিবেশী সবাই ভাসছেন গর্বে ও আবেগে। মাদ্রাসার অধ্যক্ষ জানান, “তৌফিক একজন আদর্শ শিক্ষার্থী। পড়াশোনা, নৈতিকতা ও ব্যবহার—প্রতিটি দিকেই সে অনুকরণীয়।”

বন্ধুমহলে তৌফিক পরিচিত এক মনোযোগী ও শান্তশিষ্ট তরুণ হিসেবে। সারাক্ষণ পড়াশোনা, নামাজ ও পারিবারিক দায়িত্ব পালন— এসবের মাঝেই কেটে যায় তার ব্যস্ত দিন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে ইসলামের খেদমত ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে।

তার এই অসামান্য কৃতিত্বের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে— যেন তৌফিক সামনের পথেও থাকে সফলতার দ্যুতি নিয়ে, গড়ে ওঠে একজন আদর্শ নাগরিক ও আলোকিত মানুষ হিসেবে।