খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3184 বার
মোঃ শাহিদুল ইসলাম বাবু / মোঃ জাহাঙ্গীর আলম : যশোর শহরের রেলবাজার হরিজন কলোনি তিনদিন ধরে বিদ্যুৎ বিহীন থাকার পরও সংযোগ না দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পৌরসভা শ্রমিক ইউনিয়ন এই বিক্ষোভ মিছিল করে। বিদ্যুৎ সংযোগের ব্যাপারে পৌরসভা কোনো ভূমিকা না রাখায় বিক্ষোভ মিছিল থেকে মেয়রের পদত্যাগের দাবি জানানো হয়। এদিকে, শহরের ময়লা অপসারণ না হওয়ায় নাগরিক দুর্ভোগ বেড়েছে।
এদিন শহরের লালদিঘি পাড়ের হরিসভা মন্দিরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। চৌরাস্তা, বড়বাজার ও দড়াটানা ঘুরে একই স্থানে এসে মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে শহরে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
পৌর শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন বলেন, অনেক দিন ধরে পৌরসভায় আমরা ১২’শ টাকা বেতনে পরিচ্ছন্নতার কাজ করেছি। আন্দোলনের পর আমাদের বেতন বাড়িয়ে ৩০০০ টাকা হয়েছে। এই টাকায় সংসার চালানো কঠিন। বিদ্যুৎ বিল দেবো কীভাবে। আগের মেয়রের সময় আমাদের বিদ্যুৎ বিল দেয়া লাগেনি।
তিনি বলেন, সরকারি নিয়মে ৫’শ টাকা মজুরি দিতে হবে আমাদের। ওই হারে মজুরি পেলে আমার বিদ্যুৎ বিল দেয়ার চেষ্টা করতাম। তিনদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরও পৌরসভা সংযোগ দেয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপে নেয়নি।
পৌর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার বলেন, পৌরসভার উদ্যোগে যদি রেলবাজার হরিজন কলোনিতে বিদ্যুৎ সংযোগ দেয়া না হয়; তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এ ব্যাপারে যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু বলেন, আজ বুধবার পৌর পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হবে। পরিষদের সভায় সিদ্ধান্ত নেয়া হবে হরিজনদের সাথে এনিয়ে কোনো আলোচনা করা হবে কি হবে না। যদি তাদের সাথে আলোচনায় বসা হয়; তবে কোন কোন শর্তে আলোচনা হবে সেটিও নির্ধারণ হবে সভায়।