১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

যশোরে বিজিবি’র অভিযানে প্রায় দেড় কোটি টাকার ৮ পিস স্বর্ণের বারসহ ঘিবা’র ২ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ৭৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতোয়ালী থানার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় এক কেজি ওজনের (৯৭০ গ্রাম) আটটি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই-২০২৫) ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮টি স্বর্ণের বার, ৩টি মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। স্বর্ণগুলো তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগের ভেতরে লুকানো ছিল। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা স্বর্ণবারগুলো ঢাকা থেকে এনে যশোর-বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।

আটকৃত দু’জনই যশোরের বেনাপোল পোর্ট থানার বাসিন্দা। ঘিবা দক্ষিণ গ্রামের মো: ইসমাইল এর ছেলে মো: আবু সাঈদ (২৭) অপরজন ঘিবা গ্রামের মো: শাহাজানের ছেলে মো: মহিনুর রহমান (৩১)।

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা এবং অন্যান্য জব্দকৃত সামগ্রীর মূল্য ৩৩ হাজার ৫০০ টাকা। মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৪০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও বিশেষ আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবি’র অভিযানে প্রায় দেড় কোটি টাকার ৮ পিস স্বর্ণের বারসহ ঘিবা’র ২ পাচারকারী আটক

আপডেট: ০৪:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতোয়ালী থানার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় এক কেজি ওজনের (৯৭০ গ্রাম) আটটি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই-২০২৫) ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮টি স্বর্ণের বার, ৩টি মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। স্বর্ণগুলো তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগের ভেতরে লুকানো ছিল। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা স্বর্ণবারগুলো ঢাকা থেকে এনে যশোর-বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।

আটকৃত দু’জনই যশোরের বেনাপোল পোর্ট থানার বাসিন্দা। ঘিবা দক্ষিণ গ্রামের মো: ইসমাইল এর ছেলে মো: আবু সাঈদ (২৭) অপরজন ঘিবা গ্রামের মো: শাহাজানের ছেলে মো: মহিনুর রহমান (৩১)।

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা এবং অন্যান্য জব্দকৃত সামগ্রীর মূল্য ৩৩ হাজার ৫০০ টাকা। মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৪০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও বিশেষ আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।